রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমা ‘পরাণ’-এর মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকের আবেগেও বিশেষ জায়গা করে নেয়। সেই ছবির পর এই জুটিকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে ৪ বছর পর আবারও পর্দায় ফিরছে ‘পরাণ’ জুটি—এমন গুঞ্জন ছড়িয়েছে চলচ্চিত্রপাড়ায়।
চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জীবন অপেরা’-তে অভিনয় করতে যাচ্ছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ছবিটি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পেয়েছে। যদিও এখন পর্যন্ত প্রযোজনা সংস্থা বা নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এ বিষয়ে শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার ভাষায়, “আলোচনা চলছে, সবকিছু চূড়ান্ত হলে তখনই বলা যাবে।”
এদিকে বিদ্যা সিনহা মিম সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, একজন পুরুষ পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, তার মুখ স্পষ্ট নয়। ছবির ক্যাপশনে মিম লেখেন, “পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?” এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা ও কৌতূহল।

অনেক ভক্তই মন্তব্যে ধারণা করছেন, ছবির রহস্যময় মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ অন্য অভিনেতার নামও উল্লেখ করছেন। সব মিলিয়ে মিমের এই পোস্ট ‘পরাণ’ জুটির ফেরার গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
উল্লেখ্য, ‘পরাণ’ সিনেমাটি মুক্তির পর রাজ ও মিমের অনস্ক্রিন রসায়ন দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। সেই সফল জুটি আবার একসঙ্গে ফিরলে তা দর্শকদের জন্য নিঃসন্দেহে বাড়তি চমক হয়ে উঠবে—এমনটাই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষক ও ভক্তরা।
এমআর/সবা


























