উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও ‘লালন সম্রাজ্ঞী’ ফরিদা পারভীনের জন্মদিন ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
‘অচিন পাখি সংগীত একাডেমি’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম দেওয়া হয়েছে ‘কিংবদন্তি ফরিদা পারভীন’। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ছিল এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন।
সাম্প্রতিক সময়ে তার প্রয়াণে সংগীতাঙ্গনে নেমে আসা শোকের আবহে, তার অমর অবদান স্মরণ ও উদযাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘অচিন পাখি সংগীত একাডেমি’র সভাপতি ও অধ্যক্ষ গাজী আব্দুল হাকিম এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান যৌথভাবে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে ফরিদা পারভীনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হবে।
এমআর/সবা


























