আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের পর তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাবেন।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে তিনি এ পরিকল্পনা জানান। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের নির্বাচনের পর কর্মপরিকল্পনা জানতে চাইলে তিনি তিনটি প্রধান ক্ষেত্রের উপর মনোযোগ দেবার কথা জানিয়েছেন:
-
ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন: দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো। প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করতে পারেন।
-
তরুণ উদ্যোক্তা সৃষ্টি: দীর্ঘদিন ধরে চলমান তরুণ উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগকে আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়া।
-
থ্রি জিরো উদ্যোগ: দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্যে তার চলমান প্রকল্প।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আকিয়ে আবে বর্তমানে ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যা ড. ইউনূসের বাংলাদেশ সফরের পেছনের আয়োজন।
উল্লেখ্য, বৈঠকে শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতিও স্মরণ করা হয়। এছাড়া তিনি সাসাকাওয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন।
শু/সবা

























