জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া বাতিল-গ্রহণ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিন ছিল গতকাল শনিবার। আজ রোববার আপিল শুনানির নবম ও শেষ দিন।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬১১ থেকে ৬৪৫ নম্বর ক্রমিকের আপিলসহ অপেক্ষমাণ থাকা বাকি আপিলগুলোর শুনানি করবে ইসি।
আগামীকাল সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করবে ইসি। প্রতীক বরাদ্দ শেষে বুধবার থেকে শুরু হবে প্রচারণা।
গতকালের শুনানিতে সব মিলিয়ে আরও ৪৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। নামঞ্জুর হয়েছে আরও ৩৭ জনের আপিল। যার মধ্যে ১৩টি ছিল বাতিলের বিরুদ্ধে এবং ২৪টি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিলও মঞ্জুর হয়েছে। ফলে এদিন মোট ১৫ জনের প্রার্থিতা বাতিল হয়ে যায়। বাতিল হওয়া প্রার্থীর মধ্যে শুনানিতে অনুপস্থিত থাকায় দুজনের আপিল নামঞ্জুর হয়। এ ছাড়া ৯টি আপিল প্রত্যাহার এবং ১৯টি পরবর্তী দিনের শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
এ নিয়ে আট দিনে আপিল করে ৩৯৭ জন প্রার্থিতা ফিরে পেলেন। তবে নির্বাচন কমিশন ১৪৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করায় তারা প্রার্থিতা হারিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে শনিবার সকাল ১০টা থেকে এক দফা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত অষ্টম দিনের আপিল শুনানি হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনার শুনানি করেন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ও আইন শাখার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শুনানি শেষে ইসি থেকে জানানো হয়, অষ্টম দিনে ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত ক্রমিকের আপিল এবং আগে অপেক্ষমাণ থাকা আরও ১২টি মিলিয়ে মোট ১১২টি আপিলের নিষ্পত্তি করে ইসি। যার মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি মঞ্জুরসহ মোট ৪৫টি আপিল নিষ্পত্তি হয়। ৩৭টি নামঞ্জুর করা হয়। যার মধ্যে মনোয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি। এ ছাড়া ৯টি আপিল প্রত্যাহার ও ১৯টি আপিল পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পক্ষে তিনটি আসনে দাখিল করা তিনটি মনোনয়নপত্র বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করা হয়।
ইসির প্রাথমিক বাছাই তালিকা বিশ্লেষণে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বেশির ভাগ বাদ গেছেন ১ শতাংশ সমর্থন সূচক সই না থাকায়। এ ছাড়া দ্বৈচয়নের ভিত্তিতে ভোটারকে খুঁজে না পাওয়া, সার্টিফিকেটের কপি দাখিল না করা, রিটার্নের কপি দাখিল না করা, হলফনামায় ম্যাজিস্ট্রেটের সই না থাকা ইত্যাদি।
গত ৫ থেকে ৯ জানুয়ারি মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া হয়। নির্বাচন ভবন প্রাঙ্গণে আপিল কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এই পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। অনেকগুলো ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধেও।
ইসির তপশিল অনুযায়ী, রোববার পর্যন্ত আপিল শুনানি চলার পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ মঙ্গলবার। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন বুধবার। নির্বাচনী প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর জাতীয় নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এমআর/সবা





















