সরস্বতী পূজার দিনে নির্ধারিত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। চাকরিপ্রত্যাশী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) আওতায় অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৩ জানুয়ারি ২০২৬-এর পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরীক্ষাকেন্দ্রের তালিকা পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি শ্রীশ্রী সরস্বতী পূজার দিন হওয়ায় পরীক্ষার সময়সূচি নিয়ে চাকরিপ্রত্যাশী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন মাধ্যমে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন।
শিক্ষার্থীরা জানান, সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। একই দিনে পরীক্ষা থাকলে ধর্মীয় আচার পালনের পাশাপাশি মানসিক চাপের কারণে পরীক্ষায় স্বাভাবিকভাবে অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে চাকরিপ্রত্যাশীরা ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।
শু/সবা


























