০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু-বাকসু নির্বাচনের জন্য মানববন্ধন

Oplus_131072

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। এসময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনও দাবি করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও আবাসিক হলের ছাত্র শিবিরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানার ও ফেস্টুনে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে ছিল, ‘বাকসু চাই দিতে হবে, শাকসু চাই দিতে হবে; জাতীয় নির্বাচন আরাম, ছাত্রসংসদ নির্বাচন হারাম? হারার ভয়ে খেলেনা, সেই কথা তো বলেনা; ইসি যদি ভয় পায়, জাতীয় নির্বাচনে কী উপায়? ছাত্রদের কণ্ঠস্বর দমন বন্ধ করো , গণতন্ত্র আমাদের অধিকারসহ নানা প্রতিবাদী লেখা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাচ্ছি কথিত বড় দলের ছাত্র সংগঠন মববাজি করে আদালত থেকে রায় নিয়েছে। আমরা আপনাদের মববাজিকে বৃদ্ধা আঙ্গুলি দেখাই। স্থগিত হওয়া শাকসু নির্বাচন অতি দ্রুতই দিতে হবে।

আমরা আদালতকে মান্য করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু গণতন্ত্রকে হত্যা করে এই ধরনের কাজ আপনারা করবেন না। আপনারা যদি আবার সেই ফ্যাসিস্ট হতে চান ‎তাহলে মনে রাখবেন ছাত্র জনতা যেহেতু রক্ত দিতে শিখেছে, সেই রক্ত দিয়েই সকল ধরনের ফ্যাসিস্টকে প্রতিহত করব ইনশাল্লাহ।

মানববন্ধনে বাকৃবি ছাত্রশিবির সভাপতি আবু নাসির ত্বোহা বলেন,এক নেতা দেশে এসে বলেছিলেন “আই হ্যাভ অ্যা প্লান” এই প্লান মানে কি গণতন্ত্রকে হত্যা করা? ছাত্র সংসদ গুলোকে বন্ধ করা? যদি এই হয় তাহলে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই । ছাত্র-জনতা অবশ্যই অবশ্যই লাল কার্ড দেখাবে, ইনশাআল্লাহ।

তিনি দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকসু আয়োজন করতে হবে, সেই সাথে স্থগিত হওয়া শাকসু নির্বাচন অতি দ্রুতই বাস্তবায়ন করতে হবে। একই সাথে এই দাবি জানাতে চাই, বাংলাদেশে ১৯ জন ঋণ খেলাপি সংসদ সদস্য প্রার্থী হয়েছে। তারা যদি ক্ষমতায় না থেকেই ১৮শ কোটি টাকা লোপাট করতে পারে, ক্ষমতায় আসলে আল্লাহই জানেন কি হবে। তাদের এই প্রার্থীতা আবারো বিবেচনায় নিয়ে আদালতের সিদ্ধান্ত জানাতে হবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

শাকসু-বাকসু নির্বাচনের জন্য মানববন্ধন

আপডেট সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। এসময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনও দাবি করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও আবাসিক হলের ছাত্র শিবিরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানার ও ফেস্টুনে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে ছিল, ‘বাকসু চাই দিতে হবে, শাকসু চাই দিতে হবে; জাতীয় নির্বাচন আরাম, ছাত্রসংসদ নির্বাচন হারাম? হারার ভয়ে খেলেনা, সেই কথা তো বলেনা; ইসি যদি ভয় পায়, জাতীয় নির্বাচনে কী উপায়? ছাত্রদের কণ্ঠস্বর দমন বন্ধ করো , গণতন্ত্র আমাদের অধিকারসহ নানা প্রতিবাদী লেখা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাচ্ছি কথিত বড় দলের ছাত্র সংগঠন মববাজি করে আদালত থেকে রায় নিয়েছে। আমরা আপনাদের মববাজিকে বৃদ্ধা আঙ্গুলি দেখাই। স্থগিত হওয়া শাকসু নির্বাচন অতি দ্রুতই দিতে হবে।

আমরা আদালতকে মান্য করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু গণতন্ত্রকে হত্যা করে এই ধরনের কাজ আপনারা করবেন না। আপনারা যদি আবার সেই ফ্যাসিস্ট হতে চান ‎তাহলে মনে রাখবেন ছাত্র জনতা যেহেতু রক্ত দিতে শিখেছে, সেই রক্ত দিয়েই সকল ধরনের ফ্যাসিস্টকে প্রতিহত করব ইনশাল্লাহ।

মানববন্ধনে বাকৃবি ছাত্রশিবির সভাপতি আবু নাসির ত্বোহা বলেন,এক নেতা দেশে এসে বলেছিলেন “আই হ্যাভ অ্যা প্লান” এই প্লান মানে কি গণতন্ত্রকে হত্যা করা? ছাত্র সংসদ গুলোকে বন্ধ করা? যদি এই হয় তাহলে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই । ছাত্র-জনতা অবশ্যই অবশ্যই লাল কার্ড দেখাবে, ইনশাআল্লাহ।

তিনি দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকসু আয়োজন করতে হবে, সেই সাথে স্থগিত হওয়া শাকসু নির্বাচন অতি দ্রুতই বাস্তবায়ন করতে হবে। একই সাথে এই দাবি জানাতে চাই, বাংলাদেশে ১৯ জন ঋণ খেলাপি সংসদ সদস্য প্রার্থী হয়েছে। তারা যদি ক্ষমতায় না থেকেই ১৮শ কোটি টাকা লোপাট করতে পারে, ক্ষমতায় আসলে আল্লাহই জানেন কি হবে। তাদের এই প্রার্থীতা আবারো বিবেচনায় নিয়ে আদালতের সিদ্ধান্ত জানাতে হবে।

শু/সবা