মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপি-জামাতের দেশবিরোধী নৈরাজ্য-ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজিত ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো.রমজান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা বলেন,বিএনপি-জামাতের নেতাকর্মীরা সব সময় দেশে বিরোধী কাজে লিপ্ত থাকে। দেশের ক্ষতি করা ও মানুষকে কষ্ট দেওয়াই তাদের কাজ। এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত আবার নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। বিএনপি-জামাত কোন ধরনের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস করলে কঠোর হস্তে তা প্রতিহত করা হবে। বিএনপি-জামাতের কোন ষড়যন্ত্র ও নৈরাজ্যসহ্য করা হবেনা।

























