০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্যাপুরে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

সাদুল্লাপুর,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামে শনিবার দুপুরে বাড়ীর পাশে চতরাবিলের পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু। প্রতিবেশী ও স্বজনরা জানান,ঐ গ্রামের মিজানুর রহমানের পুত্র তামিম (6) ও একই গ্রামের শহীদ মিয়ার পুত্র রিয়ন বাবু (6) সম্পর্কে তারা চাচাতো জ্যাঠাতো দু ভাই, দু জনেই,স্হানীয় ক্যাডেট মাদরাসার ১ম শ্রেনীর ছাত্র। এ দু-ভাই বন্ধুর মতো একই সাথে চলাফেরা করে। ঘটনার সময় দুপুরে সাতার না জানা ২ ভাই চতরা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের গভীর পানিতে ডুবে যায়,একে অপরকে বাচানোর জন্য ছটফট করতে করতে আরো গহীন পানিতে ডুবে যায়, স্বজনরা খোজা খুজি করতে গিয়ে তাদের ভাসমান দেহ দেখে তড়িৎ গতিতে বিলে নেমে তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু জনকে মৃত্য ঘোষনা করে। এ খবর বাড়ীতে পৌছিলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। স্বজন পাড়া প্রতিবেশীদের বুক ফাটা আহাজারি আর কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। অকালে একসাথে ঝরে গেলো দুটি ফুটন্ত গোলাপ। তাদের অকাল মৃত্য কিছুতেই মানতে পারছেনা মা,বাবা আর স্কুলের সহপাঠিরা।

জনপ্রিয় সংবাদ

সাদুল্যাপুরে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

সাদুল্লাপুর,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামে শনিবার দুপুরে বাড়ীর পাশে চতরাবিলের পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু। প্রতিবেশী ও স্বজনরা জানান,ঐ গ্রামের মিজানুর রহমানের পুত্র তামিম (6) ও একই গ্রামের শহীদ মিয়ার পুত্র রিয়ন বাবু (6) সম্পর্কে তারা চাচাতো জ্যাঠাতো দু ভাই, দু জনেই,স্হানীয় ক্যাডেট মাদরাসার ১ম শ্রেনীর ছাত্র। এ দু-ভাই বন্ধুর মতো একই সাথে চলাফেরা করে। ঘটনার সময় দুপুরে সাতার না জানা ২ ভাই চতরা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের গভীর পানিতে ডুবে যায়,একে অপরকে বাচানোর জন্য ছটফট করতে করতে আরো গহীন পানিতে ডুবে যায়, স্বজনরা খোজা খুজি করতে গিয়ে তাদের ভাসমান দেহ দেখে তড়িৎ গতিতে বিলে নেমে তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু জনকে মৃত্য ঘোষনা করে। এ খবর বাড়ীতে পৌছিলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। স্বজন পাড়া প্রতিবেশীদের বুক ফাটা আহাজারি আর কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। অকালে একসাথে ঝরে গেলো দুটি ফুটন্ত গোলাপ। তাদের অকাল মৃত্য কিছুতেই মানতে পারছেনা মা,বাবা আর স্কুলের সহপাঠিরা।