সাকিব আল হাসান নাহিদ, জামালপুর
“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে মেলান্দহ থানা থেকে র্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক পদক্ষিন করে।
পরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন,মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আফসারী, মেলান্দহ উপজেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম রেজা প্রমূখ।
আলোচনা সভায় সঞ্চালনা করেন ওসি (তদন্ত) কবীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং সেবা সাধারণ মানুষের মাঝে সহজে পৌঁছে দিতেই বাংলাদেশ পুলিশকে আধুনিক ভাবে গড়ে তুলছে সরকার, পুলিশ সাধারণ মানুষের সেতু বন্ধন তৈরি করতে হবে বলেও জানান বক্তারা।
























