দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল ও অবরোধের নামে সন্ত্রাস, নৈরাজ্য,অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগ উদ্যোগে কৃষক লীগ,তাতিঁ লীগ ও সহযোগী সংগঠনের বৃহস্পতিবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রত্যেকটি উপজেলায় অবস্থান কর্মসূচী চলছে।
এদিকে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জেলা আওয়ামী লীগের কার্যালয়েরর সামনে এসে মিলিত হয়।
এ সময় হরতাল-অবরোধ, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ভোলাতে কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করেন নেতা কর্মীরা। বলেন বিএনপি-জামায়াত আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ভোলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।
যতদিন পর্যন্ত আগুন সন্ত্রাস বিএনপি জামায়াতের হরতাল অবরোধ চলবে, ততদিন পর্যন্ত আওয়ামীলীগের নেতাকর্মীরাও রাজপথে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সামছুদ্দিন আহমেদ সামছু, ভোলা জেলা কৃষক লীগের সভাপতি আল- মামুন আর রশিদ, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, ভোলা জেলা তাঁতী লীগের আহবায়ক এনামুল হক ফরমান সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।




















