বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কবেি হলেথ কয়োর ও বসিমল্লিাহ মজ্জোন নামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নগরীর কালামাইয়া বাজার ও শাহ আমানত ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ময়োডোর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে কবেি হলেথ কয়োরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবারে ক্ষতিকর রং ব্যবহার ও কমপ্রেশনের অভিযোগে বসিমল্লিাহ মজ্জোনের মালিককেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনছুর রহমান বলেন, “ময়োডোর্ত্তীণ ওষুধে ক্ষতিকর উপাদান সরাসরি মানুষের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকিপূর্ণ করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রমাণিত অনিয়মের কারণে এই জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দবেনাথ।
শু/সবা






















