আবু হানিফ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘সিওইউ সাইক্লিস্ট’ কতৃক আয়োজিত ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ‘ বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর (শনিবার) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কারের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়। উক্ত কর্মসূচির মূল লক্ষ্য ছিলো ‘শিক্ষার্থীদেরকে ময়লা আবর্জনা পরিষ্কার এবং ক্যাম্পাস সুন্দর রাখতে উৎসাহিত করা।’
কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সিফাত তাজরিমীন হিয়া বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে আমরা প্রতিনিয়ত শহীদ মিনারে আসা-যাওয়া করি। ময়লা থাকার কারণে মাঝে মাঝে বসতে খারাপ লাগে। মনে হয় যে নিজেরাই পরিষ্কার করি। কিন্তু সেই অনুপ্রেরণা পাই না তবে আজকে কুবি সাইক্লিস্টকে পরিষ্কার করতে দেখে তাদের সাথে পরিষ্কার করলাম। এরকম কাজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা কর্নারে হওয়া উচিৎ। আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে।’
এই বিষয়ে কুবি সাইক্লিস্টের সভাপতি নাজমুল রাহাত বলেন, বাইসাইকেল জনপ্রিয় বাহন হিসেবে সারা বিশ্বের সুপরিচিত। নিরাপদ ও পরিবেশ বান্ধব হিসেবেও সাইকেলের জনপ্রিয়তা সবার শীর্ষে। আমরা সাইকেলিং এর মাধ্যমে সুস্থ পৃথিবী গড়ার লক্ষ্যে সাইকেলিং করি এবং সাধারণ মানুষদেরকেও সাইকেলিং করতে উৎসাহিত করি।
তিনি আরও বলেন, সুস্থ সুন্দর পৃথিবী গড়তে হলে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। তাই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করতে যাচ্ছি।’

























