০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায়  নিরাপদ মাতৃসেবায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

সাতক্ষীরায় স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃসেবা প্রদানে কাজ করে যাচ্ছে পরিবার কল্যাণ কেন্দ্র। গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানে বিশেষ অবদান রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য পরামর্শ প্রদানের পাশাপাশি এসব এই কেন্দ্র তে নিরাপদ মাতৃসেবা প্রদান করা হয়।

তেমনই একটি প্রতিষ্ঠান তালা উপজেলার ধানদিয়া মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। চিকিৎসা সেবায় অভূতপূর্ব সুনাম অর্জন করে  সাতক্ষীরা জেলায় ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। নরমাল ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করছে। গর্ভবতীদের জন্য এ স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসার জন্য তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। যেন গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ হয়। গ্রাম বা পাড়া ভিত্তিক স্বাস্থ বিষয়ক উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়। এছাড়া তিনি জানান পরিদর্শনের মাধ্যমে গত এক মাসে ধানদিয়া ইউনিয়নে ১৪২জন গর্ভবতীদের চিহ্নিত করা হয়েছে।

সেবা গ্রহীতারা জানান, পরিবারে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসা হয়। এখানে নিয়জিত ডাক্তার, স্বাস্থকর্মীদের আন্তরিকতা ও বন্ধু সুলভ ব্যবহারে তারা দারুণভাবে মুগ্ধ। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান অত্যন্ত ভালো হওয়ার কারণে নিশ্চিন্তে চলে আসেন তারা।

বিথিকা পাল (স্যাকমো) জানান, সাধারণ রোগীদের চাপের কারণে মাস শেষ ঔষধের স্বল্পতা অনেকাংশ কমে যায়। যে কারণে রোগীদের জন্য ঔষধের ডোজ সম্পন্ন করা সম্ভবপর হয়ে ওঠে না। মাঝে মাঝে ডেলিভারির পরবর্তিতে মা ও ভূমিষ্ঠ হওয়া শিশুর স্বজনেরা মিষ্টি মিঠাই নিয়ে হাজির হন যেটা আমাদের জন্য খুবই আনন্দের ও প্রাপ্তির।

পরিবার কল্যাণ পরিদর্শিকা ফতেমা জোহরা জানান, গর্ভবতী, প্রসূতি মা শিশু, কিশোর কিশোরীরা এখানে সর্বক্ষণিকভাবে সেবা নিতে আসেন। প্রতি মাসে ১০ থেকে ১৫জনের মতো গর্ভবতী মহিলাদেরকে এখানে নরমাল ডেলিভারী করানো হয়। আমরা মান-সম্মত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

তালা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সারা বাংলাদেশে ৫০০টি মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে এটিই একমাত্র মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। যেহেতু এটা একটি মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেহেতু এটা সকলের জন্য অনুসরণীয়। তবে সেবাটা আন্তরিকভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তিনি আরো জানান মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবলের কোন প্রকারের ঘাটতি নেই। পরিষ্কার ও পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে বেশি মূল্যায়নের উপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গাজী বশির আহমেদ বলেন, তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সরকার ঘোষিত একটি মডেল সেবা কেন্দ্র। এখানে ২৪/৭ নরমাল ডেলিভারি সুবিধাসহ পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের যাবতীয় সেবা প্রদান করা হয়। সেবা কেন্দ্রের প্রতিটা কর্মীসহ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মীদের মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। ফলে ধানদিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা সেবার মান অত্যন্ত সন্তোষজনক।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

সাতক্ষীরায়  নিরাপদ মাতৃসেবায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

আপডেট সময় : ১২:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

সাতক্ষীরায় স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃসেবা প্রদানে কাজ করে যাচ্ছে পরিবার কল্যাণ কেন্দ্র। গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানে বিশেষ অবদান রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য পরামর্শ প্রদানের পাশাপাশি এসব এই কেন্দ্র তে নিরাপদ মাতৃসেবা প্রদান করা হয়।

তেমনই একটি প্রতিষ্ঠান তালা উপজেলার ধানদিয়া মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। চিকিৎসা সেবায় অভূতপূর্ব সুনাম অর্জন করে  সাতক্ষীরা জেলায় ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। নরমাল ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করছে। গর্ভবতীদের জন্য এ স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসার জন্য তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হয়ে থাকে। যেন গর্ভবতী মায়েরা নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ হয়। গ্রাম বা পাড়া ভিত্তিক স্বাস্থ বিষয়ক উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়। এছাড়া তিনি জানান পরিদর্শনের মাধ্যমে গত এক মাসে ধানদিয়া ইউনিয়নে ১৪২জন গর্ভবতীদের চিহ্নিত করা হয়েছে।

সেবা গ্রহীতারা জানান, পরিবারে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসা হয়। এখানে নিয়জিত ডাক্তার, স্বাস্থকর্মীদের আন্তরিকতা ও বন্ধু সুলভ ব্যবহারে তারা দারুণভাবে মুগ্ধ। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান অত্যন্ত ভালো হওয়ার কারণে নিশ্চিন্তে চলে আসেন তারা।

বিথিকা পাল (স্যাকমো) জানান, সাধারণ রোগীদের চাপের কারণে মাস শেষ ঔষধের স্বল্পতা অনেকাংশ কমে যায়। যে কারণে রোগীদের জন্য ঔষধের ডোজ সম্পন্ন করা সম্ভবপর হয়ে ওঠে না। মাঝে মাঝে ডেলিভারির পরবর্তিতে মা ও ভূমিষ্ঠ হওয়া শিশুর স্বজনেরা মিষ্টি মিঠাই নিয়ে হাজির হন যেটা আমাদের জন্য খুবই আনন্দের ও প্রাপ্তির।

পরিবার কল্যাণ পরিদর্শিকা ফতেমা জোহরা জানান, গর্ভবতী, প্রসূতি মা শিশু, কিশোর কিশোরীরা এখানে সর্বক্ষণিকভাবে সেবা নিতে আসেন। প্রতি মাসে ১০ থেকে ১৫জনের মতো গর্ভবতী মহিলাদেরকে এখানে নরমাল ডেলিভারী করানো হয়। আমরা মান-সম্মত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

তালা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সারা বাংলাদেশে ৫০০টি মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে এটিই একমাত্র মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। যেহেতু এটা একটি মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেহেতু এটা সকলের জন্য অনুসরণীয়। তবে সেবাটা আন্তরিকভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তিনি আরো জানান মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবলের কোন প্রকারের ঘাটতি নেই। পরিষ্কার ও পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে বেশি মূল্যায়নের উপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গাজী বশির আহমেদ বলেন, তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সরকার ঘোষিত একটি মডেল সেবা কেন্দ্র। এখানে ২৪/৭ নরমাল ডেলিভারি সুবিধাসহ পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের যাবতীয় সেবা প্রদান করা হয়। সেবা কেন্দ্রের প্রতিটা কর্মীসহ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মীদের মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। ফলে ধানদিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা সেবার মান অত্যন্ত সন্তোষজনক।