নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার ১৬ নভেম্বর সকালে নাগিনা জোহা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়। এর আগে বিএনপি- জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করছে দলটির নেতাকর্মীরা।
গ্রেফতারকৃরা হল, সিদ্ধিরগঞ্জ থানার মাদানী নগর এলাকার মৃত মাওলানা আব্দুল মান্নানের ছেলে এ কে এমন নুরুল্লাহ (৬৮), একই থানা এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ মাইনুদ্দিন (২৩), সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুস সাত্তার (৬৩),সিদ্ধিরগঞ্জ ওমরপুর এলাকার মৃত হানিফের ছেলে মোঃ শামীম আহমেদ (৩৮), সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকার মৃত আইয়ুব আলী ভূঁইয়ারর ছেলে মোহাম্মদ আফাজ উদ্দিন(৪১), সিদ্ধিরগঞ্জ মাদানীরগর এলাকার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ মমিন (৩৭), সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ আনোয়ার হোসেন(৪২), একই থানা এলাকার আব্দুল বারেকের ছেলে মোঃ বেলায়েত (৩৭), সিদ্ধিরগঞ্জ থানা এলাকার মৃত হানিফের ছেলে মোহাম্মদ আঃ কাশেম(৩৪), সিদ্ধিরগঞ্জ এনায়েত নগরএলাকার মৃত সাহেব আলীর ছেলে মোঃ জামান (৩৮), সিদ্ধিরগঞ্জ ওমরপুর এলাকার মৃত হানিফেরর ছেলে মোঃ হাসান (৩৪), সিদ্ধিরগঞ্জ ওমরপুর এলাকার মৃত হানিফেরর ছেলে মোঃ হাবিবুর রহমান (৫০), সিদ্ধিরগঞ্জ পাঠানতলী আইলপাড়াএলাকার মৃত রশিদ আহম্মেদেরর ছেলে মোঃ সোহেল রানা (৩১), সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকারমৃত এনতাজ আলীরর ছেলে মোঃ মোতাসিম মামুন (৪৩), ফতুল্লা কাইয়ুম পুর এলাকার মোরশেদ আলমের ছেলে মোঃ মামুন (৩২), সিদ্ধিরগঞ্জ পাঠানতলী এলাকার মৃত আঃ সোবাহানের ছেলে মোঃ রুবেল রানা (২৭)।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম জয় জানান, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে অবরোধবিরোধী মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি শুরু করি। মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে যেতে থাকি। এ সময় জামায়াত নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। আমরা তাদেরকে ধাওয়া দিলে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা ১২ জনকে আটক করি। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও ৪ জনকে আটক করে। পরে আটক ১৬ জনকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানায়, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়।
























