ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালুকা থেকে যদি আবারও মনোনয়ন পাই এবং আমার দল আওয়ামীলীগ যদি পুনরায় সরকার গঠন করতে পারে তাহলে প্রথমে যে কাজটি করবো সেটি হল হবিরবাড়ী এলাকার বনের সমস্যা সমাধানে কাজ করবো। ১৯৯২ সালে বিএনপির আমলে সাড়ে ১৫ হাজার একর জমি বনের নামে গেজেট হয়। এতে এলাকার মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েন। প্রতিনিয়ত বনের সমস্যা নিয়ে লোকজন আমার কাছে ছুটে আসেন। তারা তাদের দুঃখ দুর্দশার কথা জানায়। এ বিষয়টি আমি জাতীয় সংসদেও উত্থাপন করেছি। তাছাড়া একাধিকবার ভূমি মন্ত্রী, ভূমি সচিবসহ উচ্চ পর্যায়েও আলোচনা করেছি। ভবিষ্যতে এর সমাধানে কাজ করবো। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভালুকা উপজেলার সিডষ্টোর-সখীপুর আঞ্চলিক সড়ক ও লাউতি ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভালুকার এমপি আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এসব কথা বলেন।
তিনি বলেন সিডষ্টোর-সখীপুর সড়ক, মাস্টারবাড়ী-কাশর সড়কের অবস্থা খারাপ হওয়ায় দিনকে দিন মানুষের দুর্ভোগ বাড়ছিল। ফেসবুকসহ গণমাধ্যমে মানুষ রাস্তাটির বেহাল অবস্থা তুলে ধরছিল। বিষয়টি আমার নজরে আসলে তাৎক্ষনিক আমি যোগাযোগ মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করি এবং বেহাল রাস্তাগুলো উনাকেপরিদর্শন করাই। এই রাস্তাটি হওয়ার ফলে ভালুকা ও সখীপুর অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিবো।
তিনি সরকারের টানা ১৫ বছর শাসনামলে সকল উন্নয়ন কর্মকান্ডের কথা উপস্থিত জনতার সামনে তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় আবারও ভোট
প্রার্থনা করেন। তিনি বলেন, আবারও যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন এবং নির্বাচনে পাশ করতে পারি তাহলে এলাকার সার্বিক
উন্নয়নসহ ভিশন-৪১ বাস্তবায়নে কাজ করবো। উপজেলার পাড়াগাঁও লাউতি ব্রিজ সংলগ্ন মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী সরকার। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, মুশফিকুর রহমান লিটন, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, আ’লীগ নেতা জুলহাস উদ্দিন মাস্টার, ইদ্রিস আলী মাস্টার, শামছুল হক মনি, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, আবু সাঈদ, হাজী আব্দুর রহমান, আহসান হাবীব মহন, জাকারিয়া, মনিরুজ্জামান মামুন, দুলাল মুন্সি, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম ইমরান ও অনিক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে লাউতি ব্রিজের ফলক উম্মোচন করেন এমপি ধনু। সেখানে উপস্থিত নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেয়।
























