ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি স্পষ্ট বলে দিয়েছেন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবেম নির্বাচন করার কোনো সুযোগ নেই। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ভালুকা উপজেলা পরিষদ রিটার্নিং কার্যালয়ে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের মনোনয়ন ফরম জমা দিতে এসে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ৭ জানুয়াারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য আসনের চেয়ে এ আসনে বিপুল
সংখ্যক ভোটার উপস্থিত হবে বলে আশা করছি। এ এলাকার ভোটাররা স্বতঃস্ফুর্ত ভাবে ভোট দিতে চায়। ইতোমধ্যে উঠান বৈঠকের মাধ্যমে এই সরকারের শাসনামলের সকল উন্নয়ন কর্মকান্ড কথা আমরা জনতার সামনে তুলে ধরেছি। সেটির সুফল আজ
ভোগ করছে জনগণ। মানুষ আর ধ্বংসাত্মক রাজনীতিতে ফিরে যেতে চায় না। এমপি ধনু বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদে যান এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে রিটার্ণিং কার্যালয়ে গিয়ে ইউএনও এরশাদুল আহমেদের কাছে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সহ-সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নাজিম উদ্দিন মন্ডল
প্রমুখ।





















