মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ থেকে আওয়ামী লীগের নৌকা সহ ৩ আসনে মনোনয়ন ফরম জমা পরেছে ২৯টি।মুন্সিগঞ্জ জেলাকে সংসদীয় আসন হিসেবে ৩টি আসনে ভাগ করা হয়েছে।সিরাজদিখাঁন,শ্রীনগর নিয়ে মুন্সিগঞ্জ-১ আসন,লৌহজং- টঙ্গীবাড়ি নিয়ে মুন্সিগঞ্জ-২ আসন,মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া নিয়ে মুন্সিগঞ্জ-৩আসন গঠিত।
সিরাজদিখান ও শ্রীনগর মুন্সিগঞ্জ ১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হয়ে ভোটের মাঠে লড়বে মহিউদ্দিন আহমেদ,লৌহজং ও টঙ্গীবাড়ি আসনে লড়বে সাগুফতা ইয়াসমিন এমিলি,সদর ও গজারিয়া আসনে নৌকার হয়ে লড়বে মৃণাল কান্তি দাস।
মুন্সিগঞ্জ-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা সহ মনোনয় ফরম জমা দিয়েছে ৮জন।মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ২. গোলাম সারোয়ার কবির, আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ৩. মাহি বদরুদ্দোজা চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ.
৪. এডভোকেট অন্তরা সেলিমা হুদা, তৃণমূল বিএনপি ৫. এডভোকেট শেখ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টি ৬. আতাউল্লাহ হাফেজ্জি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ৭. লতিফ সরকার, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮. মোহাম্মদ ফরিদ হোসেন,বিএনএম.
মুন্সিগঞ্জ,-২ আসন থেকে মনোনয়ন জমা পরেছে ১০ টি।সাগুফতা ইয়াসমিন এমিলি,বাংলাদেশ আওয়ামী লীগ ২. মো: বাচ্চু শেখ, বিএনএফ ৩.নূরে আলম সিদ্দিক, মুক্তিজোট ৪. এডভোকেট সোহানা তাহমিনা, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ৫. মো: জালাল ঢালী, এনপিপি ৬. মোহাম্মদ সহিদুল ইসলাম মল্লিক, ইসলামি ঐক্য জোট ৭. কামাল খান ৮. মো: জাকির হোসেন,জাকের পার্টি ৯. মোহাম্মদ সাইরাজ খান, স্বতন্ত্র ১০. মো: জাহানূর রহমান, তৃণমূল বিএনপি.

মুন্সিগঞ্জ-৩ আসনে আবারও বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণালকান্তি দাস এমপি তৃতীয় বারের মত নৌকার মনোনয়ন ফরম জমা দেয়া সহ ১১ জনের।.এডভোকেট মৃণাল কান্তি দাস,বাংলাদেশ আওয়ামী লীগ২. মোহাম্মদ ফয়সাল বিপ্লব, আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত, স্বতন্ত্র প্রার্থী৩. সামিম হায়দার মোল্লা, জাকের পার্টি৪. মমতাজ সুলতানা আহম্মেদ, বিএনএফ.৫. মোহাম্মদ শাহীন হোসেন,মুক্তিজোট.৬. বাবুল মিয়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ৭. মোহাম্মদ দুলাল হোসেন মন্ডল,বাংলাদেশ সুপ্রিম পার্টি৮. মোহাম্মদ ওমর ফারুক,বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট৯. এএফএম রফিকুল্লাহ সেলিম, জাতীয় পার্টি১০. মোহাম্মদ আজিম খান,স্বতন্ত্র১১. চৌধুরী ফাহরিয়া আফরিন,স্বতন্ত্র।
গজারিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আব্দুলাহ্ আল মাহফুজের নিকট আওয়ামী লীগ,জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী সহ তিন মনোনয়ন ফরম জমা করে। তাছাড়া মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন ফরম জমা করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পর্যায়কর্মে মনোনয়ন ফরম সংগ্রহ করা শুরু করে নিবন্ধিত দল গুলো।তারি ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের-৩ আসন গজারিয়া-সদর উপজেলার হয়ে ও মনোনয়ন ফরম সংগ্রহ করেছে স্বতন্ত্র ও একাধিক দলের নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা।তবে মনোনয়ন জমার মাধ্যমে মুন্সিগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছে মোট তিন জন পার্থী।

আজ বৃহস্পতিবার(৩০নভেম্বর)মনোনয়ন ফরম জমা ধানের শেষ দিন।আজ বিকেল ৩টা থেকে গজারিয়া উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও আব্দুল আল মাহফুজের নিকট মনোনয়ন ফরম জমা শুরু করেন।এ সময় উপজেলা নির্বাচন কমিশনার মোঃ লিটন মিয়া উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ-৩ আসনে তৃতীয় বারের মত নৌকা প্রতিকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন জমা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস,নাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির হয়ে মনোনয়ন ফরম জমা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকউল্লাহ সেলিম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা করেন আজিম খাঁন।
>এড.মৃণাল কান্তি দাস(নৌকা)
>রফিকউল্লাহ সেলিম(নাঙ্গল)
>আজীম খাঁন(স্বতন্ত্র)
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর,মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আব্দুলাহ্ আল মাহফুজ বলেন,আমরা ৩টি মনোনয়ন ফরম জমা পেয়েছি।
>মৃণাল কান্তি দাস(নৌকা)
>রফিকউল্লাহ সেলিম(নাঙ্গল)
>আজীম খাঁন(স্বতন্ত্র)
আওয়ামী লীগের মনোনীত পার্থী মৃণাল কান্তি দাস,জাতীয় পার্টির মনোনীত পার্থী রফিকউল্লাহ সেলিম,এবং স্বতন্ত্র প্রার্থী আজিম খাঁন মনোনয়ন ফরম জমা করেছে।


























