জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য লাগামহীনভাবে বাড়ছে। এতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন।
আজ রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলস্থ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় যুব সংহতি।
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা’র সভাপতি এনামুল ইসলাম রুবেল বলেন, নিত্যপণ্যের বাজার কার্যত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। নানামুখি উদ্যোগ, পদক্ষেপ গ্রহণ করেও সিন্ডিকেট ভেঙে ফেলা যাচ্ছে না কেন? বর্তমানে অযৌক্তিক কারণে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এর লাগাম টেনে ধরতে হবে। কারণ এ ঊর্ধ্বগতি জনজীবনে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, তেল, পেঁয়াজ, তরি তরকারি কিনতে গিয়েও সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, গত এক বছরে সরকার কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছিল। কিন্তু কোনোবারই নির্ধারিত সেই দামে ওই সব পণ্য বিক্রি হয়নি। নিত্যপণ্যের প্রতিনিয়ত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে। আমরা দেখেছি অতীতে, ঘোষিত দর কখনোই বাজারে প্রতিফলিত হয় না, বরং বেঁধে দেয়া দরের চেয়ে বেশি দামে পণ্যসামগ্রী বিক্রি হয়। দুঃখজনক হলো এসব তদারকির তেমন কোনো ব্যবস্থা নেই। এ কারণে অসাধু সিন্ডিকেট ক্রেতাদের জিম্মি করে অধিক মুনাফা হাসিলের সুযোগ পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিলেও কোনো কাজে আসছে না। সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না।
জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, হাসনাইন তালুকদার দিবস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মো. আল আমিনসহ আরও অনেকে।























