শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতাল চত্ত্বরে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
জেলা প্রশাসন ও পৌর সভায় যৌথ আয়োজনে এ ক্যাম্পেইনে জেলার ৫ উপজেলার ৫২ ইউনিয়নে ১ হাজার ৩৬৪ টি কেন্দ্রে ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সের ২ লাখ ১০ হাজার ৬৭১ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর টার্গেট করা হয়েছে।
উদ্বোধনে হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ জসিম উদিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, আরএমও ডা. খায়রুল কবির সুমন, ডা. এমএ বারেক তোতা, ডা. কেয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, নার্সসহ অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন।























