সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরবর্তী আসরে দেখা যাবে ইমরান তাহিরকে। এর আগে একাধিকবার বিপিএলে খেলেছেন ইমরান। এবার তাকে উড়িয়ে আনছে রংপুর রাইডার্স। যে দলে আছেন সাকিব আল হাসান, বাবর আজম, নিকোলাস পুরানের মতো খেলোয়াড়। ২০১২ সালে বিপিএলে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার দূরন্ত রাজশাহীর হয়ে খেলতে এসেছিলেন। এরপর সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি এই প্রতিযোগিতায় খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ইমরান তাহির এখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলছেন। সাকিবের সঙ্গে কানাডার গ্লোবার টি-টোয়েন্টিতে খেলেছেন। টি-টোয়েন্টি লিগগুলোতে তার ভালো পারফরম্যান্স থাকায় তাকে দলের সঙ্গে যুক্ত করেছে রংপুর রাইডার্স। তবে পুরো আসরে তাকে পাচ্ছে না রংপুর। বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। শেষ হবে পহেলা মার্চ। নিজ দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টি খেলে তাকে বাংলাদেশে আসতে হবে। ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেছেন, ‘ইমরান তাহিরের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। তবে আসরের শুরু থেকে তাকে আমরা পাব না। এসএ টি-টোয়েন্টিতে তার দলের সঙ্গে জার্নি শেষেই রংপুরে যোগ দেবেন তিনি।’ ৩৯১ টি-টোয়েন্টি ম্যাচে ইমরান তাহির উইকেট নিয়েছেন ৪৮৭টি।
শিরোনাম
বিপিএলে ফিরছেন ইমরান তাহির
-
ক্রীড়া ডেস্ক - আপডেট সময় : ০৯:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- ।
- 112
জনপ্রিয় সংবাদ


























