আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত এর সময় হত্যা করলেও কোনো বিচার হতো না, দেশে এমন একটি সংস্কৃতির জন্ম দিয়েছিল ।
২০ ডিসেম্বর বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের কসবার বাদৈর ঈদগাহ মাঠে এক সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা ভয় পেতাম, আমি-আপনি হত্যার শিকার হলে আমাদের ছেলে মেয়েরা বিচার পাবে না। আমাদের পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। তার বিচার আমরা পাইনি।
মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে ১০ ট্রাক অস্ত্র এনেছিল। বগুড়ায় পুকুরে অস্ত্র পাওয়া গেছে। এটা ছিল বিএনপি জামায়াত আর খালেদা জিয়ার কাজ। তার আমলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তার দুর্নীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অবৈধ কেয়ারটেকার সরকার গঠিত হয়। তিন মাসের সরকার অবৈধভাবে দুই বছর অতিক্রম করে। ২০০৯ সালে জনগণের ভোটে শেখ হাসিনার সরকার গঠন করেন এবং দেশে আইনের শাসন উপহার দিয়েছেন। নিজেদের টাকায় পদ্মা সেতু বানিয়েছেন। কর্ণফুলী টানেল তৈরি করেছেন। শতভাগ বিদ্যুতায়ন করেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছেন। গৃহহীনদের মাঝে গৃহ দিয়েছেন। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া ও পৌর মেয়র গোলাম হাক্কানিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























