দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সদ্য বিএনপির পদত্যাগকারি ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধা জয়বাংলার লোক। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। বিএনপিকে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ
আয়োজিত নির্বাচনী এক পথসভায় এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.এমাদুল হক মনিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট এমএ জলিল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান মো.হারুন অর রশীদ, শিশির দাস, মো.আমিরুল ইসলাম ফোরকান, মো.মাহামুদুল হক নাহিদ, মো.মিঠু সিকদার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ওমর অনসারী মো.আবদুল জলিল মিয়াজী, সাবেক সাধারন সম্পাদক
মো.জাকির হোসেন কবির হাওলাদার ও বিএনপি থেকে সদ্যপদত্যাগকারি নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শাহজাহান ওমর আরো বলেন, আমি বঙ্গবন্ধুর ডাকে ২৪ বছর বয়সে, যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করি। আমি স্বাধীনতার পক্ষে লোক তাই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগে দিয়েছি। এখন আমি শেখ হাসিনার চতুর্থ ভাই। বিএনপির আমলে আমার দলের কোন কোন কর্মী সমর্থকদের আচারণে আপনারা কষ্ট পেয়েছিলেন তাদের ক্ষমা করে দিবেন।
আমি কখনও আওয়ামী লীগের কোন লোককে খারাপ কথা বলি নাই। আমরা নব্য আওয়ামী লীগ পুরান আওয়ামী লীগের লোকজন আমাদেরকে বরণ
করেছে।
শিরোনাম
কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে বিএনপিকে : শাহজাহান ওমর
-
ঝালকাঠি প্রতিনিধি - আপডেট সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- ।
- 107
জনপ্রিয় সংবাদ

























