রাজশাহীতে আরসিসি-এসবিএফ কিডনি অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। রোববার
দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম
খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে চিফ অপারেটিং
অফিসার অবসরপ্রাপ্ত সচিব হোসনে আরা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক অনুযায়ী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের হেতেমখাঁ নগর স্বাস্থ্যকেন্দ্র ব্যবহারের জন্য অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশনকে দেবে রাসিক। প্রথম পর্যায়ে সেখানে স্বল্পমূল্যে উন্নতমানের কিডনি ডায়ালাইসিস সেবা দিতে হবে। পরে সেখানে অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবা দিতে কার্যক্রম
পরিচালনা হবে। উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজের অংশ হিসেবে আরসিসি-এসবিএফ কিডনি অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের এমওইউ সই হলো। এসবিএফ স্বল্প মূল্যে উন্নতমানের কিডনি ডায়ালাইসিস সেবা দেবে। মানবতার সেবায় সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের আর্থিকভাবেও সহযোগিতা দেওয়া হবে। সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম বলেন, সারা বিশ্বে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহীতে সীমিত পরিসরে আমরা কিডনি ডায়ালাইসিস সেবা দিয়েছিলাম। আমাদের জায়গার অভাব ছিল। বিষয়টি মেয়রকে জানানোর পর তিনি আমাদের বিশাল একটা জায়গা দিয়েছেন। সেখানে বৃহৎ পরিসরে স্বল্পমূল্যে উন্নতমানের কিডনি ডায়ালাইসিস সেবা দেওয়া হবে। ভবিষ্যতে সেখানে হসপিটাল গড়ে তোলা হবে। সেখানে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সহ অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সচিব মোবারক হোসেন ও সোনার বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর
জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ সিটি করপোরেশনের
কাউন্সিলর-কর্মকর্তারা ও সোনার বাংলা ফাউন্ডেশনের কর্মকর্তারা।


























