২৪ ডিসেম্বর রোববার বিকেলে মহিপাল তৈয়বিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ ও সন্ধ্যায় সুলতানপুর আমিন উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম।
এ আ.লীগ নেতা আরো বলেন, ফেনীতে আন্দোলনের নামে নাশকতা করলে, নির্বাচন বানচাল করা চক্রান্ত করলে কাউকে ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে ১৪ বছর শাসনামলে নিজাম উদ্দিন হাজারীর বলিষ্ঠ নেতৃত্বে অশান্ত ফেনী এখন শান্ত। নিজাম উদ্দিন হাজারীর শাসনামলে ফেনীতে এখন বোমা-গুলির আওয়াজ আর লাশের গন্ধ নেই। নিজাম উদ্দিন হাজারী প্রতিহিংসার রাজনীতি করেন না তিনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
পৌর মেয়র বলেন, বিএনপি নেতা ভিপি জয়নাল দুই বার ফেনী সদর আসনের সংসদ সদস্য ছিলেন। উনার সময়ে ফেনীতে কি উন্নয়ন হয়েছিল, আর বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর শাসনামলে কি উন্নয়ন হয়েছে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আপনারা নিশ্চয় জানেন ফেনী এক সময় অশান্ত ছিল। বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন সময়ে বোমা ও গুলির আওয়াজে ফেনীর মানুষ ঘুমাতে পারে নাই। ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাত ধরে বিগত সাড়ে ১৪ বছর ফেনীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তাকে আবার নির্বাচিত করতে হবে।
১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ফেনী পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এন নবীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম চৌধুরী, ফেনী পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর গোলাম চৌধুরী আলম রুবেল, জেলা যুবলীগের সহ-সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রহিমা আক্তার, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুফল।
এদিকে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর কৃষ্ণ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আতিক উল্যাহ ফয়সালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মজুমদার, ফেনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সবুজ, ওয়ার্ড মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার, ওয়ার্ড তাঁতি লীগের আহ্বায়ক আবুল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনতী রাণী শীল, মহিলা যুবলীগের সাধারণ আখি আক্তার, সেচ্ছ্বাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, যুবলীগের সভাপতি ফারুক আহমেদ, ছাত্রলীগের সভাপতি আবদুল কাইয়ুম সাকি, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ।
সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: এনামুল হক এনামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


























