নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে “চাকুরি মেলা-২০২৩” অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৬ অক্টোবর) জেলা প্রশাসন ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, নড়াইল এর আয়োজনে নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপী এ মেলায় ওয়ালটন,আরএফএল, আকিজ গ্রুপসহ চাকুরী দাতা ১৫ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এ মেলায় ৫ শতাধিক চাকুরি প্রার্থী তাদের চাকুরীর জন্য আবেদন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ৩ জন চাকরি প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়। বাকীদের আবেদন যাচাই বাছাই করে কোম্পানীগুলোর চাহিদা অনুযায়ী নিয়োগ দেয়া হবে।
এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আর মামুন সিদ্দিকী, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুর কবির, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি,কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক – প্রশিক্ষণার্থী এবং চাকুরি প্রাথীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময়ে জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান বলেন, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ও জেলা প্রশাসনের উদ্যোগে চাকরি মেলা ২০২৩ যুবক ও যুবতীদের জন্য সফল ও সময় উপযোগী একটি উদ্যোগ। সিভি জমা দিয়ে তাদের যে চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এর চেয়ে আর ভালো কোনো উদ্যোগ হতে পারে না। আমাদের বেকারত্ব মুছে যাক, ঘুচে যাক সব গ্লানি। যুবক এবং যুবতী রা এগিয়ে যাক। এভাবেই আমরা স্মার্ট বাংলাদেশের অংশীদার হতে পারবো। প্রতিবছর এমন চাকুরি মেলা অনুষ্ঠিত হতে এটাই প্রত্যাশা।


























