সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন অধ্যাপক শামীম আরা হাসান। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্য অধ্যাপক শামীম আরা হাসানকে যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ প্রদান করেন। ড. মো. ফরহাদ হোসেন, উপ-সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১, বাংলাদেশ সচিবালয় কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ সংক্রান্ত এ আদেশ ২০ ডিসেম্বর জারি করা হয়।
অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির জন্মলগ্ন থেকে স্থাপত্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ধারাবাহিকতায় পরবর্তীতে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
শিরোনাম
সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান
-
গাজী মুনছুর আজিজ - আপডেট সময় : ০৩:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- ।
- 130
জনপ্রিয় সংবাদ


























