ফেনী-১ (ফুলগাজী,পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে নৌকা প্রতীকের প্রচারণায় নেমেছেন জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার। ইতিমধ্যে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন। জাসদের নেতাকর্মীরাও তার সঙ্গে যোগ দেন। এছাড়া রাজধানীতেও নাসিম চৌধুরীর সমর্থনে বিশিষ্টজনদের মতবিনিময় সভায় শিরীন আখতার তার বক্তব্যে আলাউদ্দিন নাসিম ও নৌকার জন্য ভোট চান।
শিরীন আখতার বলেন, তার দায়িত্বপালনকালে অনেক উন্নয়ন হয়েছে। অসমাপ্ত কাজ নাসিম চৌধুরী সমাপ্ত করবেন। এজন্য প্রয়োজনে তিনিও সহযোগিতা করবেন। আলাউদ্দিন আহমেদ চৌধুরী ভদ্র লোক, তিনি এমপি হলে মন্ত্রী হবেন।এলাকায় ব্যপক উন্নয়ন করবেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ছাগলনাইয়া পৌর শহরের মির্জার বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে নাসিম চৌধুরীর সাথে গণসংযোগ করেন।
প্রসঙ্গত,শিরীন আখতার এ আসনে ২০১৪ সালে বিএনপি বিহীন নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় সংসদ সদস্য হন। সেবার নৌকার টিকিট পেয়েও দলের সিদ্ধান্ত মেনে সরে যেতে হয় আওয়ামীলীগ নেতা খায়রুল বাশার মজুমদার তপনকে। ২০১৮ সালে শিরীন আখতার নৌকা নিয়ে ধানের শীষ প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বার এমপি হন। এবারও তাকে ঘিরে নানা জল্পনা ছিল। শেষমুহুর্তে নাসিম চৌধুরী নৌকার টিকিট পাওয়ায় মনোনয়নপত্র দাখিলের পরও নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন এ আসনের দুইবারের এমপি শিরীন আক্তার। অবশ্য এরপরও দ্বাদশ সংসদে তাকে দেখা যাবে বলেও নির্বাচনী সভায় ঘোষণা দেন নাসিম চৌধুরী।
























