আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশ থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকদের সার্বিক সহায়তার জন্য ৩০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের ‘স্বাগতিক কর্মকর্তা (হোস্ট অফিসার)’ হিসেবে নিয়োগে পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি দিয়ে বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ চলাকালে তাদের সার্বিক সহায়তার জন্য ৩০ জন কর্মকর্তাকে আগামী ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত স্বাগতিক কর্মকর্তা (হোস্ট অফিসার) নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি করা হলো।নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন আহ্বান করে গত অক্টোবরে বিজ্ঞপ্তি দেয় ইসি। গত ৭ ডিসেম্বর পর্যন্ত আগ্রহীদের কাছ থেকে আবেদন নেওয়া হয়।
শিরোনাম
বিদেশি পর্যবেক্ষকদের সহায়তা দায়িত্বয়ে ৩০ কর্মকর্তা
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- ।
- 76
জনপ্রিয় সংবাদ
























