নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী ভাংঙ্গন রোধে ও আসন্ন দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনের আওয়ামীলীগের
মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার জন্য এলাকার
মুসল্লিরা দোয়া করেছেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে
মুসল্লিরা মধুমতি নদী ভাংঙ্গন এলাকায় এ দোয়া করেন।
জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড
আওয়ামীলীগের সভাপতি ও ইউপি মেম্বর ইনায়েত খানের নেতৃত্বে
ওই এলাকার কয়েকটি মসজিদের মুসল্লিরা মধুমতি নদী ভাংঙ্গনের
হাত থেকে রক্ষা পেতে এবং দ্রুত নদী শাসনের জন্য প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহনের জন্য দোয়া করেন। এ সময় বক্তব্য রাখেন আলহাজ
নূরুল ইসলাম, শালনগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক
মইনুল ইসলাম রনি,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি
তরিকুল ইসলাম ডিসি,জুম্মান মোল্যা, মাওলানা জাহিদুল ইসলাম
প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন,শালনগর ইউনিয়নের মন্ডলবাগ এলাকায় মধুমতি নদী
ভাংঙ্গন রোধে এমপি মাশরাফি বিন মোর্ত্তজা ভাংঙ্গন কবলিত
এলাকায় বালুর বস্তা ফেলে দেওয়ার ব্যবস্থা করে আমাদের নদীর গ্রাস
থেকে রক্ষা করেছেন। আগামীতে মাশরাফি পুনরায় এমপি হলে আরো
যে সমস্ত এলাকা ভাঙ্গছে সেখানে কাজ করে দেবেন এবং আমাদের
পাশে থাকবেন। এ কারনে মাশরাফিকে নৌকা প্রতীকে ভোট
দেওয়ার আহবান জানান এবং তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।
শিরোনাম
লোহাগড়ায় নদী ভাংঙ্গন রোধ ও মাশরাফির জন্য মুসল্লিদের দোয়া
-
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- ।
- 78
জনপ্রিয় সংবাদ























