আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরেপেক্ষ করতে এবং ভোটাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মুন্সিগঞ্জের ৬ উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার ২৯ ডিসেম্বর বিকেল থেকে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে ১০ প্লাটুন বিজিবি। বিজিবি সদস্যরা জেলার ৩ টি আসনের মধ্যে গুরুত্ব বিবেচনায় কাজ করবে বলে বিজিবি সূত্র জানায়। মোতায়েনকৃত ১০ প্লাটুন বিজিবির ২ শতাধিক সদস্যদের ভাগ করে দেয়া হবে বলে জানা গেছে। বর্তমানে তারা অবস্থান করছেন মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। শুক্রবার বিকালে জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকায় ও বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে মহড়া দিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর হাসান জানান, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে নির্বাচন পরিবেশ নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। সংসদীয় আসনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকায় সবসময় টহল থাকবে।আজ ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আমরা মুন্সীগঞ্জে অবস্থান করবো।























