আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আ.লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দেশের মানুষ উন্নয়ন চায়। ভোটের মাধ্যমে সেই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এখন আর পিছু হঠার কোন সুযোগ নেই। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।
৩০ ডিসেম্বর শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবলীগ নেতা দিলদার মিয়া মিঠু ও গীতাপাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি। এতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন, ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, রাজিব চৌধুরী বাবু সহ উপজেলার সকল ইউনিয়ন থেকে আসা যুবলীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
পরে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা মহিলালীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশের নারী শক্তিকে জাগ্রত হওয়ার আহবান জানিয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রীও একজন নারী। তিনি নারীদের সম্মান করেন। গরীব মা-বোনদের জন্য কাজ করেন। তাই আসন্ন নির্বাচনে নৌকায় বিপুল পরিমাণ ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি অ্যাডভোকেট শামসুন্নাহার শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য শাম্মী আক্তার, জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথীর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ এবং আরেক মহিলালীগ নারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া প্রমূখ। এ সময় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতাকর্মী সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী আরো বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।






















