গণতন্ত্র ও আইনের শাসন পুন: প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে সিরাজগঞ্জে আদালত বর্জন কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলের আইনজীবীরা। আজ সোমবার সকাল থেকে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সিরাজগঞ্জ ইউনিটের আহবানে এই কর্মসূচি পালিত হচ্ছে। আদালত বর্জন কর্মসূচি চলবে ১-৭ জানুয়ারী পর্যন্ত। আদালত বর্জন কর্মসূচি পালন উপলক্ষে সকালে আদালত প্রাঙ্গনে মিছিল ও প্রতিবাদ সভা করেছে আইনজীবীরা।
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সিরাজগঞ্জ ইউনিটের সভাপতি এ্যাডভোকেট আমান উল্লাহ মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট রফিক সরকার, এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, এ্যাডভোকেট নাজমুল ইসলাম, এ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল প্রমুখ।
বক্তরা বলেন, আগামী ৭ জানুয়ারী দেশে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এটি ড্যামি নির্বাচন। দেশের অধিকাংশ রাজনীতি দল এই নির্বাচন বর্জন করেছে। তাই আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত থাকার জন্য জনগনের প্রতি আহবান জানান বক্তরা।


























