নাটোর-০২ (সদর-নলডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পোষ্টার এবং তার সমর্থকদের বসার চেয়ার ও সামিয়ানা পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। সোমবার ভোরে সদর উপজেলার চৌমুহনী ঘোড়াগাছা মোড়ে এ ঘটনা ঘটে।
সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সবুজ বাংলাকে বলেন, সোমবার ভোরে চৌমুহনী ঘোড়াগাছা এলাকায় দড়ি দিয়ে টানানো পোস্টার পুড়িয়ে দেয়। পরে সেখানকার মোড়ের নৈশ্য প্রহরী আগুন নিভিয়ে দেয়। নৈশ প্রহরী মসলেম উদ্দিন জানান, পোস্টার ও সাইড পর্দা দিয়ে করা ঘরের মতো এই স্থানে নৌকা সমর্থকরা বসতো। সোমবার ভোররাতে এখানে আগুন দেখে তিনি নিভিয়ে ফেলেন। এর মধ্যে নৌকার পোস্টার, কয়েকেটি চেয়ার ও সাইড পর্দা পুড়ে যায়। সকালে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সবুজ বাংলাকে বলেন, সেখানে নৌকার পোস্টার ও সামিয়ানা টানিয়ে কিছু লোক বসে চা পান খেতেন। ওটাকে অফিস বলা যায় না। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগও করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


























