ঝালকাঠির কাঁঠালিয়ায় আসন্ন দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে আনসার ভিডিপি সদস্যদের ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ জানুয়ারী) উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
আনসার ভিডিপি সদস্যদের ব্রিফিং করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি অফিসার আলো রানী। সভায় বক্তব্য রাখেন পরিদর্শক ইস্ফাকুল ইসলাম নিক্সন। সভায় ৪ শতাধিক আনসার ভিডিপি সদস্য অংশ গ্রহন করেন।
উপজেলার ৪০টি ভোট কেন্দ্রে বিভিন্ন বাহিনীর সাথে ১০ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে সঠিক ভাবে দায়িত্ব পালনে আনসার ভিডিপি সদস্যদের দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হয়।


























