ঝালকাঠি জেলার দুটি আসনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছেন প্রার্থীরা।
ঝালকাঠি-১ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বৃহস্পতিবার রাজাপুরের মঠবাড়ি মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভা করেন।
সভায় শাহজাহান ওমরকে নান্দনিক পিতলের তৈরি নৌকা উপহার দেন ব্যবসায়ী কামরুল ইসলাম। পরে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা, হাইলাকাঠি পাড়েরহাট, চর ইন্দ্রপাশাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।


























