একদিন বাদেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। ভোট গ্রহণের লক্ষে শনিবার দুপুরের মধ্যে যশোর-৩ সদর আসনের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস সাংবাদিকদের জানান, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে যশোর-৩ (সদর) আসনের মোট ১৫৯ কেন্দ্রে ব্যালেট পেপারসহ ৬০ প্রকারের নির্বাচনী সরঞ্জাম। পাঠিয়ে দেয়া হচ্ছে। এরমধ্যে ব্যালট বাক্স, কালি ও কলম উল্লেখযোগ্য। ইউএনও আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলবে বলে তিনি আশাবাদী।





















