এআর রহমান মানেই কিছু মাস্টারপিস গান, যা শুনলে চুপচাপ খালি শুনেই যেতে ইচ্ছে করে। তার কম্পোজ করা অন্যতম সুন্দর গান হলো রকস্টার ছবির কুন ফায়া কুন গানটি। রহমানের কম্পোজ করা এই গানটি গেয়েছিলেন জাভেদ আলি। কিন্তু জানেন কি এই গান গাওয়ার আগে কী কী ঘটনা ঘটেছিল? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন গায়ক।
কুন ফায়া কুন গাওয়ার আগে কী ঘটেছিল?
রকস্টার ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। তার উপর চিত্রায়িত এই গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। গানটি গেয়েছিলেন জাভেদ আলি, রহমান, মোহিত চৌহান এবং নিজামি ব্রাদার্স। সম্প্রতি দ্য মিউজিক পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আলি জানালেন তিনি অন্য গানগুলো যেভাবে রেকর্ড করেন সেভাবেই রেকর্ড করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু রহমান তাকে বোঝান যে এটা কেবল একটা গান নয়, প্রার্থনা।
তিনি সেই গানটি রেকর্ড করার স্মৃতি হাতড়ে বললেন, আমার কুন ফায়া কুন গাওয়ার স্মৃতি এখনো মনে আছে। আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, রেকর্ড করার জন্য একদম প্রস্তুত। তখনই উনি (রহমান) আমায় জিজ্ঞেস করলেন তুমি ওজু করেছ? তারপর তিনি আমায় বলেন, ‘আগে ওটা করে নাও প্লিজ। তারপর আমি মন দিয়ে ওজু করি, মাথায় ফেইজ টুপি পরি তারপর গান গাই।’


























