০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যে কেন্দ্রে ভোট দিবেন মাশরাফী 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ০২ আসন থেকে নৌকার টিকিট পেয়ে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভোটের দিন ( ৭ই জানুয়ারি ) নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কেন্দ্রে ভোট প্রদান করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
 মাশরাফীর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, বরাবরের মত এবারও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দিবেন মাশরাফী । ভোটের দিন দুপুর ১২টায় তাকে ভোটকেন্দ্রে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মাশরাফীর আসন নড়াইল-০২ এ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন। পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। এই আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮১১টি বুথ প্রস্তুত করা হয়েছে।
অপরদিকে, নড়াইল-০১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন এবং পুরুষ ভেটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন । নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন এবং কালিয়া পৌরসভাসহ কালিয়া উপজেলার  ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে  ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৬৩০টি বুথ প্রস্তুত করা হয়েছে।
নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সবুজ বাংলাকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে
জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

যে কেন্দ্রে ভোট দিবেন মাশরাফী 

আপডেট সময় : ০৭:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ০২ আসন থেকে নৌকার টিকিট পেয়ে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভোটের দিন ( ৭ই জানুয়ারি ) নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কেন্দ্রে ভোট প্রদান করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
 মাশরাফীর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, বরাবরের মত এবারও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দিবেন মাশরাফী । ভোটের দিন দুপুর ১২টায় তাকে ভোটকেন্দ্রে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মাশরাফীর আসন নড়াইল-০২ এ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন। পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। এই আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮১১টি বুথ প্রস্তুত করা হয়েছে।
অপরদিকে, নড়াইল-০১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন এবং পুরুষ ভেটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন । নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন এবং কালিয়া পৌরসভাসহ কালিয়া উপজেলার  ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে  ১১০টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৬৩০টি বুথ প্রস্তুত করা হয়েছে।
নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সবুজ বাংলাকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে