০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতা‌লে বেড ভে‌ঙে পড়লো রোগী

কুড়িগ্রামের চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌তে এসে হাসপাতা‌লের বিছানা ভে‌ঙে প‌ড়ে গে‌ছেন এক রোগী।
আজ শনিবার (৬ জানু‌য়া‌রি) সন্ধ্যায় এ ঘটনা ঘ‌টে। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ত‌বে হাসপাতালের তদার‌কির অভা‌বে এ প‌রি‌স্থি‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানান চি‌কিৎসা নি‌তে আসা রোগী ও স্বজনরা।
জানা গে‌ছে, উপজেলার থানাহাট ইউনিয়নের ফকির পাড়া এলাকার  নুরনেছা বেগম (৫৫) শ‌নিবার সকা‌লে শারী‌রিক অসুস্থ হয়ে প‌ড়েন। প‌রে স্বজনরা তা‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করান। সন্ধ‌্যার দি‌কে হাসপা‌তা‌লে শুয়ে থাকা অবস্থায় বিছানা ভে‌ঙে প‌ড়ে যান তি‌নি।
নুরনেছা বেগম সবুজ বাংলাকে জানান, আজ (শ‌নিবার) সকা‌লে ঘাড়ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ২৬ নম্বর বিছানা দেওয়া হয় তা‌কে। কিন্তু বিছানাটি নড়বড়ে ছিল। সন্ধ‌্যার দিকে তার ছেলে নুর হাসান (১২) বিছানার ওপর বসলে ভেঙে পড়ে যায়।
ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য প‌রিবার ও প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম সবুজ বাংলাকে ব‌লেন, বিষয়‌টি অনাকাঙ্ক্ষিত, বিছানাটি খারাপ ছিল কেউ বুঝ‌তে পা‌রে‌নি। ত‌বে রোগীর কোনো ক্ষ‌তি হয়‌নি। তা‌কে বিছানা প‌রিবর্তন ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

কমিশনার সংকটে বেরোবির প্রথম ব্রাকসু নির্বাচনে অনিশ্চয়তা

হাসপাতা‌লে বেড ভে‌ঙে পড়লো রোগী

আপডেট সময় : ০৯:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
কুড়িগ্রামের চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌তে এসে হাসপাতা‌লের বিছানা ভে‌ঙে প‌ড়ে গে‌ছেন এক রোগী।
আজ শনিবার (৬ জানু‌য়া‌রি) সন্ধ্যায় এ ঘটনা ঘ‌টে। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ত‌বে হাসপাতালের তদার‌কির অভা‌বে এ প‌রি‌স্থি‌তি হ‌য়ে‌ছে ব‌লে জানান চি‌কিৎসা নি‌তে আসা রোগী ও স্বজনরা।
জানা গে‌ছে, উপজেলার থানাহাট ইউনিয়নের ফকির পাড়া এলাকার  নুরনেছা বেগম (৫৫) শ‌নিবার সকা‌লে শারী‌রিক অসুস্থ হয়ে প‌ড়েন। প‌রে স্বজনরা তা‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করান। সন্ধ‌্যার দি‌কে হাসপা‌তা‌লে শুয়ে থাকা অবস্থায় বিছানা ভে‌ঙে প‌ড়ে যান তি‌নি।
নুরনেছা বেগম সবুজ বাংলাকে জানান, আজ (শ‌নিবার) সকা‌লে ঘাড়ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ২৬ নম্বর বিছানা দেওয়া হয় তা‌কে। কিন্তু বিছানাটি নড়বড়ে ছিল। সন্ধ‌্যার দিকে তার ছেলে নুর হাসান (১২) বিছানার ওপর বসলে ভেঙে পড়ে যায়।
ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য প‌রিবার ও প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম সবুজ বাংলাকে ব‌লেন, বিষয়‌টি অনাকাঙ্ক্ষিত, বিছানাটি খারাপ ছিল কেউ বুঝ‌তে পা‌রে‌নি। ত‌বে রোগীর কোনো ক্ষ‌তি হয়‌নি। তা‌কে বিছানা প‌রিবর্তন ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।