মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের মমতাজ বেগমকে ৬ হাজার ৮৯৯ ভোটে পরাজিত করে
প্রথমবারের মতো সংসদ নির্বাচিত হলেন আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী (ট্রাক প্রতীক)
দেওয়ান জাহিদ আহমেদ টুলু। তার নিটকতম প্রতিদ্বন্ধী প্রার্থী বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮
ভোট। রোববার রাতে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আকতার প্রার্থী ও
কর্মীদের উপস্থিতে ফলাফল ঘোষণা করেন এবং দেওয়ান জাহিদ আহমেদ টুলূকে বেসরকারিভাবে জয়ী
ঘোষণা করেন।
রিটার্নিং অফিসারের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ-২ আসনে (হরিরামপুর-সিংগাইর ও সদর উপজেলার
তিনটি ইউনিয়ন) ভোটকেন্দ্র ছিল ১৪৩টি এবং ভোটার সংখ্যা ৪লাখ ৬৬ হাজার ৯৮৯জন। এরমধ্যে
পুরুষ ২লাখ ৩৪ হাজার ৮৭৩জন এবং নারী ২লাখ ৩২ হাজার ১১৩জন।
এই আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৯ হাজার ৩৭
ভোট এবং নৌকা প্রতীকের মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
উল্লেখ্য, মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মমতাজ বেগম ও আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী
দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ অন্যান্য দলের ১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন।
শিরোনাম
মানিকগঞ্জ-২ আসনে হেরে গেলেন কন্ঠশিল্পী মমতাজ
-
মানিকগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ১১:৪০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- ।
- 62
জনপ্রিয় সংবাদ























