০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সৃজিতের টেক্কায় দেব-রুক্মিণী

নতুন বছরে চর্চায় রয়েছে বেশ কিছু বাংলা সিনেমা, যা চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা চলছে। এমনিতেই ভালো বাঙালি ছবির ওপর সিনেপ্রেমীদের ঝোঁক থাকে বরাবরের। আর সিনেমার পরিচালক যদি সৃজিত মুখোপাধ্যায় হয়, তাহলে তো কোনও কথাই নেই। আপাতত চর্চায় রয়েছে পরিচালকের টেক্কা ছবিখানা। জুলফিকরের পর দেবকে নিয়ে সিনেমা মানাচ্ছেন সৃজিত।

গত বছরও ব্যোমকেশকে কেন্দ্র করে দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছিল দেব আর সৃজিত। শরদিন্দুর একই গল্প নিয়ে একই সময়ে সিনেমা আর সিরিজ বানিয়েছিলেন। তবে দেবের ছবি হলে আসার আগেই দেখা যায় সব সমস্যার মিটমাট। এমনকি ছবির প্রচারে টিম ব্যোমকেশ সিরিজকেও শামিল করে নিয়েছিলেন তৃণমূলের সংসদ সদস্য। আর তারপরই সৃজিতের নতুন ছবির হিরো হবে দেব তা জানা গিয়েছিল। টেক্কায় কাজের কথা রয়েছে দেব আর রুক্মিণী।

একই সঙ্গে সিনেমায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। খুব জলদি সিনেমা শুরু হওয়ার কথাও শোনা যাচ্ছে। আর তারই মাঝে সৃজিত নাকি পরের সিনেমার ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছেন, যা একটি ‘কোর্টরুম ড্রামা’ হতে চলেছে। টলিবাংলা বক্স অফিস অনুসারে খবর, সিনেমার নাম হতে চলেছে ‘মাইন্ড গেম’। ২৫ ডিসেম্বর জন্মদিনের দিন টেক্কার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে নিয়েছিলেন দেব।

২০১৬-এর সাত বছর পর একসঙ্গে দেব-সৃজিতের রসায়ন দেখবে দর্শক এই ছবিতে। নায়িকা হিসেবে দেবের পাশে ফের বান্ধবী রুক্মিণী। থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে এটি। তাসের খেলায় টেক্কার গুরুত্ব কারোরই অজানা নয়। আর মনে করা হচ্ছে, এই ছবির টেক্কা হবেন দেবই। গোলাম বা জোকার কে হয় সেটাই দেখার। পোস্টারে দেখা গিয়েছে একটি বাচ্চা মেয়ের মাথায় ধরে রাখা হয়েছে বন্দুক।

এবার এই বন্দুকবাজ দেব নাকি তিনি হবেন মেয়েটির রক্ষাকর্তা, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু মাস। মাঝে শোনা গিয়েছিল টেক্কায় কাজের কথা রয়েছে নাকি পরমব্রতরও। পরে স্পষ্ট হয়ে যায় পরম নয়, ছবিতে থাকছেন টোটা রায়চৌধুরী। নিজের পরিচালনা ‘এই রাত তোমার আমার’ নিয়ে ব্যস্ত আছেন নাকি পরম। তাই পিয়ার স্বামী ফিরিয়েছেন ‘বন্ধু’ সৃজিতকে। আর অফার গিয়েছে টোটার কাছে। সব ঠিক থাকলে টেক্কা মুক্তি পাবে চলতি বছরের পুজোতে। আর তার পরের পুজোতে আসবে মাইন্ড গেম।

 

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

সৃজিতের টেক্কায় দেব-রুক্মিণী

আপডেট সময় : ০৫:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

নতুন বছরে চর্চায় রয়েছে বেশ কিছু বাংলা সিনেমা, যা চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা চলছে। এমনিতেই ভালো বাঙালি ছবির ওপর সিনেপ্রেমীদের ঝোঁক থাকে বরাবরের। আর সিনেমার পরিচালক যদি সৃজিত মুখোপাধ্যায় হয়, তাহলে তো কোনও কথাই নেই। আপাতত চর্চায় রয়েছে পরিচালকের টেক্কা ছবিখানা। জুলফিকরের পর দেবকে নিয়ে সিনেমা মানাচ্ছেন সৃজিত।

গত বছরও ব্যোমকেশকে কেন্দ্র করে দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছিল দেব আর সৃজিত। শরদিন্দুর একই গল্প নিয়ে একই সময়ে সিনেমা আর সিরিজ বানিয়েছিলেন। তবে দেবের ছবি হলে আসার আগেই দেখা যায় সব সমস্যার মিটমাট। এমনকি ছবির প্রচারে টিম ব্যোমকেশ সিরিজকেও শামিল করে নিয়েছিলেন তৃণমূলের সংসদ সদস্য। আর তারপরই সৃজিতের নতুন ছবির হিরো হবে দেব তা জানা গিয়েছিল। টেক্কায় কাজের কথা রয়েছে দেব আর রুক্মিণী।

একই সঙ্গে সিনেমায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। খুব জলদি সিনেমা শুরু হওয়ার কথাও শোনা যাচ্ছে। আর তারই মাঝে সৃজিত নাকি পরের সিনেমার ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছেন, যা একটি ‘কোর্টরুম ড্রামা’ হতে চলেছে। টলিবাংলা বক্স অফিস অনুসারে খবর, সিনেমার নাম হতে চলেছে ‘মাইন্ড গেম’। ২৫ ডিসেম্বর জন্মদিনের দিন টেক্কার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে নিয়েছিলেন দেব।

২০১৬-এর সাত বছর পর একসঙ্গে দেব-সৃজিতের রসায়ন দেখবে দর্শক এই ছবিতে। নায়িকা হিসেবে দেবের পাশে ফের বান্ধবী রুক্মিণী। থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে এটি। তাসের খেলায় টেক্কার গুরুত্ব কারোরই অজানা নয়। আর মনে করা হচ্ছে, এই ছবির টেক্কা হবেন দেবই। গোলাম বা জোকার কে হয় সেটাই দেখার। পোস্টারে দেখা গিয়েছে একটি বাচ্চা মেয়ের মাথায় ধরে রাখা হয়েছে বন্দুক।

এবার এই বন্দুকবাজ দেব নাকি তিনি হবেন মেয়েটির রক্ষাকর্তা, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু মাস। মাঝে শোনা গিয়েছিল টেক্কায় কাজের কথা রয়েছে নাকি পরমব্রতরও। পরে স্পষ্ট হয়ে যায় পরম নয়, ছবিতে থাকছেন টোটা রায়চৌধুরী। নিজের পরিচালনা ‘এই রাত তোমার আমার’ নিয়ে ব্যস্ত আছেন নাকি পরম। তাই পিয়ার স্বামী ফিরিয়েছেন ‘বন্ধু’ সৃজিতকে। আর অফার গিয়েছে টোটার কাছে। সব ঠিক থাকলে টেক্কা মুক্তি পাবে চলতি বছরের পুজোতে। আর তার পরের পুজোতে আসবে মাইন্ড গেম।