জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্য সহ ৬ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর সদস্যরা।
গত সোমবার (৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামে অভিযান চালিয়ে ডিবি-২ এর সদস্যরা তাঁদের আটক করেন ।
আটককৃতরা হলেন- বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন (৪১), দক্ষিণ পলাশতলা গ্রামের চান মিয়ার ছেলে খোরশেদ আলম (৩২), আবুল কাশেমের ছেলে জুয়েল মিয়া (৩০), বাট্টাজোড় উজান পাড়া গ্রামের আব্দুর হোসেনের ছেলে মনির হোসেন (৪২) , পূর্ব পাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে সোজাউদ্দৌলা (৩৪) ও লাল মিয়ার ছেলে হালিম মিয়া (২৮)।
পলাশতলা এলাকায় ইউপি সদস্য রুহুল আমিনের নেতৃত্বে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি-২ এর সদস্যরা ওই আসরে অভিযান চালায়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদী সহ আসর থেকে ৬ জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি মো. সোহেল রানা সবুজ বাংলাকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাঁদের মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।























