কক্সবাজারের উখিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে উখিয়া উপজেলা পরিষদের সামনে ৩৮০ জন কৃষকের মাঝে লাল শাক, পালংশাক, মিষ্টি কুমড়া,লাউ টমেটোসহ বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ প্রদান করা হয়।
কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন।
এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন সবুজ বাংলা জানান, বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণে কৃষিতে বিপ্লব ঘটাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার ও বীজসহ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কোথাও ১ ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। বিশ্বব্যাপি যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেটা মাথায় রেখে দেশকে বাঁচাতে কৃষির উপর অধিক গুরুত্ব দিতে হবে।
তারই ধারাবাহিকতায়‘প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার অংশ হিসেবে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ৩৮০ জন কৃষকের মাঝে রবি মৌসুমের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পর্যায়ক্রমে এসব শাক ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি রবি মৌসুমে ৫ হাজার কৃষক কৃষানীর মাঝে সরিষা, চীনাবাদাম, ভুট্টা, বোরো উফসী, হাইব্রিড বীজ সার বিতরণ করা হয়।
























