‘আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনে কাজ করবো। এছাড়া পুকুরপাড়গুলো দৃশ্যমান করে তুলবো। বিশ্ববিদ্যালয় সৌন্দর্যের একটা আবাসন, এই জায়গায় স্ফুরণ ও জাগরণ ঘটাতে হবে।’
আজ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
তিনি আরো বলেন, ‘সকলে মিলে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের দিকে নজর দেই, তাহলে শিক্ষার্থীদের মনন ও চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় যে এগিয়ে যাচ্ছে সেই বার্তাও আমরা দিতে চাই।’
পরিচ্ছনতা অভিযানে ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরের পার্শ্ববর্তী বিভিন্ন অংশে দীর্ঘদিন যাবৎ বেড়ে ওঠা ঘাস ও আগাছা কর্মরত মালিদের মাধ্যমে পরিষ্কার করানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মো. বাহাউদ্দিন গোলাপ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


























