০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নি সন্ত্রাসের শিকার বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সেই ৪ কোচ এখন সৈয়দপুর রেল কারখানায় 

রাজধানীর গোপীবাগে অগ্নি সন্ত্রাসের শিকার বেনাপোল এক্সপ্রেসের পুড়ে যাওয়া সেই চারটি কোচ এখন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। গতকাল শনিবার (১৩ জানুয়ারী) এই কোচগুলো মেরামতের জন্য আনা হয়েছে। অমানবিক নৃশংসতার চিহ্ন বহনকারী কোচগুলো সৈয়দপুরে এসে পৌঁছলে রেলওয়ে স্টেশন এলাকায় কৌতূহলী মানুষের ভীড় জমে। অনেকে কারখানার ভিতরে গিয়ে দেখে আসছেন।
রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারী রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা এই ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনটির তিনটি কোচ ও একটি পাওয়ারকার পুড়ে যায়। পরে এগুলো মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানার পাঠানো হয়। শনিবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে আনা হয় কোচগুলো। সেখান থেকে বিকেলে রেলওয়ে কারখানায় নেয়া হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, যে চারটি কোচ রেলওয়ে কারখানায় আনা হয়েছে, সেগুলোর মধ্যে তিনটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। সাধারণত দুর্ঘটনায় কম ক্ষতিগ্রস্ত বগিগুলো মেরামত করতে ৪৫ দিন, আর বেশি ক্ষতিগ্রস্ত কোচ মেরামতে তিন মাস পর্যন্ত সময় লাগে। কিন্তু এই কোচগুলোর ক্ষতির পরিমাণ এত বেশি যে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মেরামত করার জন্য এর কাঁচামাল আমদানি করার প্রয়োজন হতে পারে।
এদিকে রেলওয়ে সূত্রে আরও জানায় যে , ক্ষতিগ্রস্ত এসব কোচের প্রতিটির ক্রয়মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। কোচগুলো আমদানি করা হয়েছে বেশি দিন হয়নি। নাশকতায় ট্রেনটির একসঙ্গে চারটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রেল। ট্রেনটিতে বগির জোগান দেয়া কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কোচ মেরামত না করা পর্যন্ত আরেকটি ট্রেন থেকে নতুন কোচ যুক্ত করে চালানো হচ্ছে। এতে রেলওয়ের আয়ও কমেছে।
জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

অগ্নি সন্ত্রাসের শিকার বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সেই ৪ কোচ এখন সৈয়দপুর রেল কারখানায় 

আপডেট সময় : ০৩:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
রাজধানীর গোপীবাগে অগ্নি সন্ত্রাসের শিকার বেনাপোল এক্সপ্রেসের পুড়ে যাওয়া সেই চারটি কোচ এখন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। গতকাল শনিবার (১৩ জানুয়ারী) এই কোচগুলো মেরামতের জন্য আনা হয়েছে। অমানবিক নৃশংসতার চিহ্ন বহনকারী কোচগুলো সৈয়দপুরে এসে পৌঁছলে রেলওয়ে স্টেশন এলাকায় কৌতূহলী মানুষের ভীড় জমে। অনেকে কারখানার ভিতরে গিয়ে দেখে আসছেন।
রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারী রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা এই ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনটির তিনটি কোচ ও একটি পাওয়ারকার পুড়ে যায়। পরে এগুলো মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানার পাঠানো হয়। শনিবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে আনা হয় কোচগুলো। সেখান থেকে বিকেলে রেলওয়ে কারখানায় নেয়া হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, যে চারটি কোচ রেলওয়ে কারখানায় আনা হয়েছে, সেগুলোর মধ্যে তিনটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। সাধারণত দুর্ঘটনায় কম ক্ষতিগ্রস্ত বগিগুলো মেরামত করতে ৪৫ দিন, আর বেশি ক্ষতিগ্রস্ত কোচ মেরামতে তিন মাস পর্যন্ত সময় লাগে। কিন্তু এই কোচগুলোর ক্ষতির পরিমাণ এত বেশি যে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মেরামত করার জন্য এর কাঁচামাল আমদানি করার প্রয়োজন হতে পারে।
এদিকে রেলওয়ে সূত্রে আরও জানায় যে , ক্ষতিগ্রস্ত এসব কোচের প্রতিটির ক্রয়মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। কোচগুলো আমদানি করা হয়েছে বেশি দিন হয়নি। নাশকতায় ট্রেনটির একসঙ্গে চারটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রেল। ট্রেনটিতে বগির জোগান দেয়া কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কোচ মেরামত না করা পর্যন্ত আরেকটি ট্রেন থেকে নতুন কোচ যুক্ত করে চালানো হচ্ছে। এতে রেলওয়ের আয়ও কমেছে।