০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীতে বিপর্যস্ত রংপুর চিড়িয়াখানার পশুপাখি

ঘনকুয়াশা, প্রচন্ড ঠান্ডা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে চিগিয়াখানার
পশুপাখিরা। কয়েক দিন ধরে রংপুরসহ উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহে কারণে সূর্য দেখা যাচ্ছে না। ঘন
কুয়াশা আর প্রচন্ড শীতে মানুষের পাশাপাশি রংপুর চিড়িয়াখানার পশুপাখিরাও জবুথবু হয়ে
পড়েছে। শীতের প্রকোপে রংপুর চিড়িয়াখানার হরিণ, ঘোড়া, ময়ূর, বাঘ, বানর, সিংহসহ সব
পশুপাখি চরম কষ্টে পড়েছে। রংপুর চিড়িয়াখানায় দেখা যায়, প্রতিটি খাঁচার ভেতরে পশু-পাখিরা
গুটিসুটি মেরে বসে আছে। শীত থেকে বাঁচতে অধিকাংশ পাখি তাদের পাখার ভিতরে মুখ
লুকিয়ে রেখেছে। খাঁচার ভেতরে শীতে কাহিল সিংহ ও বাঘ। বানরগুলো লাফালাফি না করে খাঁচার
কোনায় চুপিসারে বসে রযেছে। চঞ্চল হনুমানগুলোও মাথা লুকিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছে। বড়
ক্যাসোয়ারি শীতে নিথর হয়ে বসে আছে। ময়ূর পেখম তোলা বন্ধ রেখে মাথা লুকিয়ে রেখেছে
পালকে ভিতর। হরিণগুলো দলবদ্ধ হয়ে থাকলেও শীতের কারণে এদের শরীরে দুরন্তপনা নেই। চিড়িয়াখানার
কিউরেটর ডা.আম্বর আলী তালুকদার বলেন, শীতে প্রাণিদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সব সময়ের জন্য চিকিৎসা সেবা, অসুস্থ হলে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে। যে সব প্রাণী
একেবারে শীত সহ্য করতে পারে না, তাদের প্রতিটি খাঁচার চারদিকে চট দিয়ে ঘিরে রাখা হয়,
যেন বাতাস না ঢুকতে পারে। খাঁচার ভেতর খড় দেওয়া হয়েছে যেন প্রাণীরা সেখানে বসে শরীর গরম
করতে পারে। পশু-পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন খাওয়ানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে হামলা: ৫৪ জনকে আসামি, ৪৫ গ্রেপ্তার

শীতে বিপর্যস্ত রংপুর চিড়িয়াখানার পশুপাখি

আপডেট সময় : ০২:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

ঘনকুয়াশা, প্রচন্ড ঠান্ডা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে চিগিয়াখানার
পশুপাখিরা। কয়েক দিন ধরে রংপুরসহ উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহে কারণে সূর্য দেখা যাচ্ছে না। ঘন
কুয়াশা আর প্রচন্ড শীতে মানুষের পাশাপাশি রংপুর চিড়িয়াখানার পশুপাখিরাও জবুথবু হয়ে
পড়েছে। শীতের প্রকোপে রংপুর চিড়িয়াখানার হরিণ, ঘোড়া, ময়ূর, বাঘ, বানর, সিংহসহ সব
পশুপাখি চরম কষ্টে পড়েছে। রংপুর চিড়িয়াখানায় দেখা যায়, প্রতিটি খাঁচার ভেতরে পশু-পাখিরা
গুটিসুটি মেরে বসে আছে। শীত থেকে বাঁচতে অধিকাংশ পাখি তাদের পাখার ভিতরে মুখ
লুকিয়ে রেখেছে। খাঁচার ভেতরে শীতে কাহিল সিংহ ও বাঘ। বানরগুলো লাফালাফি না করে খাঁচার
কোনায় চুপিসারে বসে রযেছে। চঞ্চল হনুমানগুলোও মাথা লুকিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছে। বড়
ক্যাসোয়ারি শীতে নিথর হয়ে বসে আছে। ময়ূর পেখম তোলা বন্ধ রেখে মাথা লুকিয়ে রেখেছে
পালকে ভিতর। হরিণগুলো দলবদ্ধ হয়ে থাকলেও শীতের কারণে এদের শরীরে দুরন্তপনা নেই। চিড়িয়াখানার
কিউরেটর ডা.আম্বর আলী তালুকদার বলেন, শীতে প্রাণিদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সব সময়ের জন্য চিকিৎসা সেবা, অসুস্থ হলে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে। যে সব প্রাণী
একেবারে শীত সহ্য করতে পারে না, তাদের প্রতিটি খাঁচার চারদিকে চট দিয়ে ঘিরে রাখা হয়,
যেন বাতাস না ঢুকতে পারে। খাঁচার ভেতর খড় দেওয়া হয়েছে যেন প্রাণীরা সেখানে বসে শরীর গরম
করতে পারে। পশু-পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন খাওয়ানো হচ্ছে।