১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চলনবিলে বিস্তীর্ণ মাঠে শোভা  পাচ্ছে সাদা বক পাখির ঝাঁক

সিরাগঞ্জের তাড়াশ উপজেলা বৃহস্পতিবার দুপুরে চলনবিল অধ্যুষিত  দক্ষিণ মাঠে দেখা যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে সাদা বক পাখির। চাষিরা বোরো আবাদের জন্য খেত প্রস্তুত করছেন। সেই খেতে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে পোকা-মাকড় খাচ্ছে। খাবারের সন্ধানে এক জমি থেকে আরেক জমিতে উড়ে বেড়াচ্ছে পাখিগুলো।
খাবারের লোভে ও অপেক্ষাকৃত শীত থেকে বাঁচতে নানা প্রজাতির পাখি চলনবিলে আশ্রয় নেয়। বোরো মৌসুমেও পাখির দেখা মেলে চলনবিলে। এই সময়ে মূলত পোকা-মাকড় খেতে আসে তারা। চলনবিলের পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির বক,  ডাহুক, রাত চোড়া ও কাঁদা খোঁচা, সামুকখোল, বালিহাঁস, পাখি অন্যতম। চলনবিল রক্ষা আন্দোলন কমিটির তাড়াশ উপজেলার আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু বলেন, চলনবিলে পাখি না থাকলে নয়নাভিরাম বিলের প্রকৃতির সান্নিধ্য পাওয়া সম্ভবনা।
তাড়াশ উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান দৈনিক সবুজ বাংলাকে বলেন, নজরদারী অব্যাহত রয়েছে  পাখি শিকার ও এখন কমেছে। চলনবিলে বক সামুখখোলসহ আরো অতিথি পাখির সমাগম বেড়েছে।
জনপ্রিয় সংবাদ

চলনবিলে বিস্তীর্ণ মাঠে শোভা  পাচ্ছে সাদা বক পাখির ঝাঁক

আপডেট সময় : ০৬:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
সিরাগঞ্জের তাড়াশ উপজেলা বৃহস্পতিবার দুপুরে চলনবিল অধ্যুষিত  দক্ষিণ মাঠে দেখা যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে সাদা বক পাখির। চাষিরা বোরো আবাদের জন্য খেত প্রস্তুত করছেন। সেই খেতে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে পোকা-মাকড় খাচ্ছে। খাবারের সন্ধানে এক জমি থেকে আরেক জমিতে উড়ে বেড়াচ্ছে পাখিগুলো।
খাবারের লোভে ও অপেক্ষাকৃত শীত থেকে বাঁচতে নানা প্রজাতির পাখি চলনবিলে আশ্রয় নেয়। বোরো মৌসুমেও পাখির দেখা মেলে চলনবিলে। এই সময়ে মূলত পোকা-মাকড় খেতে আসে তারা। চলনবিলের পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির বক,  ডাহুক, রাত চোড়া ও কাঁদা খোঁচা, সামুকখোল, বালিহাঁস, পাখি অন্যতম। চলনবিল রক্ষা আন্দোলন কমিটির তাড়াশ উপজেলার আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু বলেন, চলনবিলে পাখি না থাকলে নয়নাভিরাম বিলের প্রকৃতির সান্নিধ্য পাওয়া সম্ভবনা।
তাড়াশ উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান দৈনিক সবুজ বাংলাকে বলেন, নজরদারী অব্যাহত রয়েছে  পাখি শিকার ও এখন কমেছে। চলনবিলে বক সামুখখোলসহ আরো অতিথি পাখির সমাগম বেড়েছে।