মাদক ও হানাহানিমুক্ত নিরাপদ-সমৃদ্ধ ফটিকছড়ি গড়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ফটিকছড়ির বেশ কয়েকটি পথসভায় নির্বাচন পরবর্তী মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উত্তর ফটিকছড়িতে কোনো মাদক ও অবৈধ ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদক সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হয়ে দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
ওইদিন বিকেলে উত্তর ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারের চৌরাস্তা মোড়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগ নেতা ঈসমাইল মজুমদারের সভাপতিত্বে পথ সভায় তিনি বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী পাঁচ বছরে ফটিকছড়িকে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। ভূমিহীনদের উচ্ছেদ না করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অনুন্নত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক সুযোগ-সুবিধার আওতায় এনে অবকাঠামোগত উন্নয়ন সাধন করা হবে। মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীসহ তাদের দোসরদের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ সদস্য, রুস্তম আলী, সৈয়দ মোহাম্মদ বাকের, বখতেয়ার সাঈদ ইরান, তছলিম বিন জহুর, উত্তর জেলা যুবলীগ নেতা আবুল বশর, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর খৈয়াম ওসমানি, আবদুল শুক্কুর, অ্যাডভোকেট মিহির কান্তি দে, মাহফুজুর রহমান বাবু, আবদুল লতিফ লিটন, একরামুল হক সোহেল, শাহিদুল আলম নাহিদ, ছাত্রলীগ নেতা আরিফ সরকার, আরাফাত হোসাইন রানাসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর, হারুয়ালছড়ি, পাইন্দং,সুন্দর পুর, কাঞ্চননগর এবং উপজেলা সদর পৌরসভা এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

























