বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন/BIIN) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি(JNUITS) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) গুলশানস্থ বিনের কার্যালয়ে বিনের পক্ষে প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর মুন এম রাজীব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির পক্ষে সভাপতি মোঃ রেদওয়ান আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হল বিন এবং জেএনইউআইটিএস’র মধ্যে সহযোগিতার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে আইসিটি দক্ষতা, উদ্ভাবন এবং উদ্যোক্তাদের প্রচারের লক্ষ্যগুলিকে পারস্পরিকভাবে এগিয়ে নেওয়া যায়।
বিন-এর চেয়ারম্যান, এফবিসিসিআই-এর উপদেষ্টা ও প্রাক্তন পরিচালক এবং বেসিস-এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আমাদের দেশটি একটি তরুণ্য নির্ভর যেখানে আমাদের গড় বয়স ২৭ থেকে ২৮ বছরের মধ্যে। ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সফলভাবে সুফল পেতে হলে- স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তরুণদের কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে যাত্রা অব্যাহত রেখেছি, বিনের সাথে ক্লাবগুলোর সমন্বয় সেই অগ্রযাত্রায় একটি ধাপ। তরুণদের এগিয়ে নিতে-দক্ষ করে গড়ে তুলতে আমরা একসাথে কাজ করে যাব।
বিন-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর মুন এম রাজীব বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নে বিন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি টেকনিক্যাল ও সফট-স্কিলের অনলাইন ও অফলাইন সেশন পরিচালিত হয়েছে। জেএনইউআইটিএস ছাড়াও আমরা আরও পনেরটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের সাথে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে জেএনইউআইটিএসের সাধারণ সম্পাদক রাশেদ হোসেন রনি, বিন-এর কো-অর্ডিনেটর শীশ মোহাম্মদ, এক্সিকিউটিভ সোহাগ রায়, মাহমুদ হাসান, আবুল কালাম উপস্থিত ছিলেন।
স/মিফা


























