১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিক-সৌম্যর ব্যাটে বরিশালের ১৬১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম ম্যাচে গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে তামিম ইকবালের দল।

নিজেদের প্রথম ওভারেই মেহেদি হাসান মিরাজকে হারায় বরিশাল। তিনে নামা প্রিতম কুমার বিদায় নেন ৮ রান করে। তামিম ইকবাল কিছুক্ষণ লড়ে গেলেও ১৯ রানের বেশি করতে পারেননি। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন সৌম্য ও মুশফিক। ৪৫ বলে ৬৬ রানের জুটিতে ভালো সংগ্রহের দিকে এগোয় বরিশাল। চতুর্দশ ওভারে মোস্তাফিজুর রহমানের ইয়র্কারে বোল্ড হন সৌম্য। বিদায় নেন ৩১ বলে ৪২ রান করে।

 

সৌম্যর বিদায়ের পর একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। ৩৫ বলে তিনি পান পঞ্চাশের দেখা। অপরপ্রান্তে উইকেট কেবল আসা-যাওয়ার মধ্যেই ছিল। শেষ ওভারে এসে নিজের উইকেট ধরে রাখতে পারলেন না মুশফিক। যাওয়ার আগে ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় তিনি খেলে যান ৬২ রানের ইনিংস। কুমিল্লার পক্ষে ৪ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট পান রস্টন চেজ ও ম্যাথিউ ফর্দ। একটি করে উইকেট নেন তানভির ইসলাম ও খুশদিল শাহ।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

মুশফিক-সৌম্যর ব্যাটে বরিশালের ১৬১

আপডেট সময় : ০৯:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম ম্যাচে গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে তামিম ইকবালের দল।

নিজেদের প্রথম ওভারেই মেহেদি হাসান মিরাজকে হারায় বরিশাল। তিনে নামা প্রিতম কুমার বিদায় নেন ৮ রান করে। তামিম ইকবাল কিছুক্ষণ লড়ে গেলেও ১৯ রানের বেশি করতে পারেননি। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন সৌম্য ও মুশফিক। ৪৫ বলে ৬৬ রানের জুটিতে ভালো সংগ্রহের দিকে এগোয় বরিশাল। চতুর্দশ ওভারে মোস্তাফিজুর রহমানের ইয়র্কারে বোল্ড হন সৌম্য। বিদায় নেন ৩১ বলে ৪২ রান করে।

 

সৌম্যর বিদায়ের পর একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। ৩৫ বলে তিনি পান পঞ্চাশের দেখা। অপরপ্রান্তে উইকেট কেবল আসা-যাওয়ার মধ্যেই ছিল। শেষ ওভারে এসে নিজের উইকেট ধরে রাখতে পারলেন না মুশফিক। যাওয়ার আগে ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় তিনি খেলে যান ৬২ রানের ইনিংস। কুমিল্লার পক্ষে ৪ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট পান রস্টন চেজ ও ম্যাথিউ ফর্দ। একটি করে উইকেট নেন তানভির ইসলাম ও খুশদিল শাহ।

 

 

স/মিফা